What is HTML? HTML কি ?

 What is HTML ? HTML কি? HTML এর ভূমিকা কি ?

html tutorial in bangla and html tutorial for beginners
html tutorial in bangla and html tutorial for beginners


HTML হচ্ছে একটি মার্কআপ ভাষা, যেটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়। তাই যদি কেউ এটিকে প্রোগ্রামিং ভাষা বলে থাকেন তাহলে এটা ভুল। আর এর সম্পূর্ণ নাম হচ্ছে Hyper Text Markup Language.
এটি কয়েক বছর আগে HTML বলে জানা যেত, কিন্তু এখন এর নতুন ভার্সন এসেছে। যার কারণে এখন HTML 5 বলে জানা যায়। 

Benefits of HTML 5 : HTML 5 এর সুবিধা কি কি ?

Benefits of html 5 বা HTML 5 এর সুবিধা গুলি হলো ঃ 
১। এটি শেখা খুব সহজ
২। এটি ব্যবহার করে আমরা বিভিন্ন ডকুমেন্ট অতিসহজে তৈরি করতে পারি 
৩। এটি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ওয়েবপেজ বানাতে পারি 
৪। এর দ্বারা আমরা যেকোনো ফাইল বা মিডিয়া যোগ করতে পারি 

তাছাড়া এই ভাষা শেখাটা অত্যন্ত জরুরী যদি আপনারা ওয়েব এর দুনিয়াতে পা রাখতে চাইছেন বা IT Skill এর ফিল্ডে ক্যারিয়ার গড়তে চাইছেন তাহলে। কারণ আপনি IT Related যা কিছু করতে চাইবেন প্রথমে আপনার এই ভাষাটি কাজে লাগবে। 

HTML এর কোড কোথায় লিখবেন ?

এটি একটি মার্কআপ ভাষা তাই এটি লিখতে হলে বা শিখতে হলে আপনাকে একটি কোড এডিটর এর প্রয়োজন পড়বে। তাই আপনারা নতুন তাই নোটপ্যাড দিয়েই শুরু করুন পরে অন্য কোন এডভান্সড এডিটরে সুইচ করবেন যেমন Netbeans বা Dreamweaver. আর যদি ড্রিমওয়েভার এ কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এখনই শুরু করতে পারেন। উইন্ডোজে বাই ডিফল্ট যে নোটপ্যাড টি থাকে সেটা দিয়ে কোড করে কোন মজা বা সুবিধা কিছুই পাবেননা। তবে এরকমই একটা হালকা নোটপ্যাড আছে নাম "Notepad++" এখানে প্রচুর সুবিধা পাবেন এবং এটা প্রফেশনাল কোড লেখার জন্য নি:সন্দেহে ব্যবহার করতে পারেন।
এছাড়া একটি ভালো কোড এডিটর আছে যার নাম Sublimer এটি খুবই দুর্দান্ত ভাবে কাজ করতে সাহায্য করে। যদি আপনারা এটি ডাউনলোড করতে চান তাহলে এই লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারেন ।

তাই মূলত আমরা এখানে আপনাদের কে ওয়েব এর দুনিয়ায় ক্যারিয়ার গড়তে সাহায্য করছি। তাই আপনারা আমাদের এই ব্লগটি ফলো করুণ। 
আমরা এখানে সর্বপ্রথম HTML সম্পর্কে আলোচনা করবো, তারপর আরও একটি দুর্দান্ত ভাষা নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি।

*** এছাড়া আপনারা আমাদের YouTube Channel টিকে ফলো করতে থাকুন তাহলে আপনারা আরও সহজে শিখতে পারবেন।***



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ