How to Create Drop Down List in Excel | কিভাবে মাইক্রোসফট এক্সেল -এ ড্রপডাউন মেনু বা লিস্ট বানানো যায় ?

create dropdown list in excel

কিভাবে মাইক্রোসফট এক্সেল -এ  ড্রপডাউন মেনু বা লিস্ট বানানো যায় ?

how to create drop down list in excel, how to create drop down menu in excel
Drop down menu in excel


  1. আমাদের ফার্স্ট মাইক্রোসফ্ট এক্সেল ওপেন করে নিতে হবে। 
  2.  তারপর যে তথ্যগুলো ড্রপডাউন মেনুতে ব্যবহার করবো সেগুলোকে প্রথমে একটা জায়গায় লিখে নিতে হবে। 
  3.  তারপর তার Cell Address এ গিয়ে tittle লিখতে হবে যেটা ড্রপডাউন এর নাম হবে। কারণ এটা পরে ব্যবহার করতে হবে, তাই যেকোনো নামে Save করতে হবে।
  4. এরপর যে জায়গায় Dropdown Menu বানানোর প্রয়োজন সেই জায়গাকে সিলেক্ট করতে হবে।  
  5.  তারপর এক্সসেলের অপশনে Data ট্যাব অপশনে গিয়ে Data Validation এর মধ্যে Allow অপশন থেকে List অপশন সিলেক্ট করতে হবে।  তারপর নিচের Box এ  লিখতে হবে  =tittle (যেটা প্রথমে Save করা হয়েছিল।)
  6.  তারপর OK প্রেস করতে হবে।   
আমি নিচে Video লিংক দিয়ে দিলাম।  দয়াকরে দেখে নিবেন।

Create Dropdown List in Excel



*** আজকে শিখলাম কিভাবে এক্সেল এ ড্রপডাউন মেনু তৈরি করা যায়। ***

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ