ওয়ার্ডপ্রেস কি ? ওয়ার্ডপ্রেস ব্যবহারের সুবিধা !

ওয়ার্ডপ্রেস কি ? What is wordpress?

how can i use wordpress to build a website, is wordpress good for ecommerce
wordpress tutorial


ওয়ার্ডপ্রেস হলো একটি CMS (CONTENT MANAGEMENT SYSTEM ) Platform. এটি ওয়েব ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইট বানাতে পারি। তাও আবার কোনো প্রোগ্রামিং ভাষা না শিখেই।
কারণ ওয়ার্ডপ্রেস শেখা খুব সহজ।  
কিন্তু এটা PHP প্রোগ্রামিং ভাষা দিয়ে তৈরি একটা OPEN SOURCE  সিস্টেম।  
তাই যদি আমরা HTML এবং CSS প্রোগ্রামিং সম্বন্ধে কিছুটা জ্ঞান নিতে পারি তাহলে সহজে আমরা ওয়ার্ডপ্রেস এ একটা POWERFUL এবং DYNAMIC ওয়েবসাইট বানাতে পারি।  
  

is wordpress good for ecommerce ?

ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমরা কি ধরণের ওয়েবসাইট বানাতে পারি ?

আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক রকমের ওয়েবসাইট বানাতে পারি , বলতে গেলে প্রায় যত রকমের ওয়েবসাইট আছে। তার মধ্যে যেমন :
  1.  অনলাইন ব্লগ্গিং 
  2. নিউজ এবং ম্যাগাজিন 
  3. এডুকেশনাল ওয়েবসাইট (SCHOOL , COLLEGE )
  4. যেকোনো অফিস প্রতিষ্ঠান 
  5. অনলাইন ব্যবসা ( E - COMMERCE )
  6. N.G.O বা CHARITY
  7. বুকিং ওয়েবসাইট (HOTEL , APPOINTMENT )
  8. ENTERTAINMENT (গান , সিনেমা )

  how can i use wordpress to build a website ?

Benefits of wordpress open source cms platform

এছাড়াও আমরা আরো অনেক রকমের ওয়েবসাইট বানাতে পারি। 

**** এরপর আমরা শিখবো ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবো লোকাল সার্ভারে। ****

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ